নিউজ ডেস্ক : রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গভীর রাতে ভোট গণনাকে কেন্দ্র করে চলে থেমে থেমে সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টার দিকে ভোট গণনার সময় একটি পক্ষ হটাৎ করে হামলা করে। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়ে ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। একপর্যায়ে তারা ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া। এ ঘটনায় রাজশাহী থেকে সব রুটে বাসচলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৮টার দিকে বাসচলাচল স্বাভাবিক হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। গতকাল এখানেই নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোটর শ্রমিক ইউনিয়নের একাধিক সূত্র জানায়, নির্বাচন শেষে গভীর রাতে ভোট গণনা শুরু হয়। গণনার মাঝপথেই রাত ৩টার দিকে সভাপতি পদে কামাল হোসেন রবির চেয়ে ছাতা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে এগিয়ে ছিল। এরই মধ্যে কে বা কারা গণনাস্থলে এসে হামলা করে। তারা গুলি ছোড়ে ও বোমা বিস্ফোরণ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে সংঘর্ষ শুরু হয়।
সকালে সরেজমিন গিয়ে বাসস্ট্যান্ডে বেশকিছু ব্যালট পেপার পড়ে থাকতেও দেখা যায়। বাসস্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনাকর আবস্থা বিরাজ করতে দেখা যায়। নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন সংঘর্ষের বিষয়টি স্বীকার করেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন তিনি।

Be the first to comment on "রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পর সংঘর্ষ, গুলি"