নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকা থেকে তারেক আহম্মেদ অনিক ওরফে ডিজে অনিককে (২৫) বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব। অনিকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ডিজে অনিককে পিন্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অনেক অভিযোগ রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
 

 
                     
Be the first to comment on "অস্ত্রসহ ডিজে অনিক গ্রেপ্তার"