শিরোনাম

২৩৬৭ মুক্তিযোদ্ধার স্বীকৃতির বিষয়ে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিশেষ গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণার রায়ের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) দায়ের করতে বলেছেন আপিল বিভাগ।

রবিবার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়ে আগামী দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন। এর আগে ৯ অক্টোবর ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন চেম্বার বিচারপতি।

আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আমিরুল ইসলাম, সুব্রত চৌধুরী ও জাহিদুল বারি।

গত ৮ সেপ্টেম্বর হাইকোর্ট এই ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন।

basic-bank

Be the first to comment on "২৩৬৭ মুক্তিযোদ্ধার স্বীকৃতির বিষয়ে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল"

Leave a comment

Your email address will not be published.


*