শিরোনাম

ডোমারে ভাতিজী কে ধর্ষন ॥ চাচা গ্রেফতার

নিউজ ডেস্ক : আপন ভাইয়ের মেয়ে ভাতিজীকে ধর্ষনের দায়ে ধর্ষক চাচা নুর আমিনকে (৪৬) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তিন বট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায় ওই উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী মাদ্রাসা পাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে নুর আমিন তার ভাতিজীকে ( ১৬) ভয়ভিতি দেখিয়ে  জোর পূর্বক একাধিক বার ধর্ষন করে আসছিল। চাচার হত্যার হুমকীর ভয়ে মেয়েটি চাচার বিরুদ্ধে কাউকে কিছু বলে উঠতে পারছিল না। ফলে মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে শনিবার দুপুরে মেয়েটির মা বাদী হয়ে ডোমার থানায় ৯(১) ধারায় একটি ধর্ষন (মামলা নম্বর-৪) দায়ের করে। মামলার ঘটনায় আসামী নিজেকে আড়াল করতে ডোমারের পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তিন বট গ্রামে আতœগোপন করে। সেখানে অভিযান চালিয়ে ডোমার থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ডোমার থানার ওসি আহম্মেদ রাজিউর রহমান রাজু বিষয়টি নিশ্চিত করেন।

 

basic-bank

Be the first to comment on "ডোমারে ভাতিজী কে ধর্ষন ॥ চাচা গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*