নিউজ ডেস্ক : থাইল্যান্ডে রবিবার পর্যটকবাহী একটি দ্বিতল বাসের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষে তিন থাই নাগরিক নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা থানাচট শিনয়োংসা বলেন, ব্যাংককের পশ্চিমে নাখন ফাথম প্রদেশের একটি কারখানার একদল শ্রমিক ছুটি কাটানোর জন্য বাসে করে দক্ষিণাঞ্চলের খো সামুই দ্বীপে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, একটি রেল ক্রসিং অতিক্রম করার সময় বাসটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে তিন জন নিহত হয়েছে। আহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
তিনি আরো বলেন, ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
এক ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসটি নাখন কেইসরি জেলায় ধীরে ধীরে রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি দ্রুতগতির ট্রেন সেটিকে ধাক্কা দেয়।
থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩

Be the first to comment on "থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩"