নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসসহ সারা বছর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দেশব্যাপি তদারকি অব্যাহত রেখেছে। এ বিষয়ে দেশের প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রচারিত সংবাদের উপর বাজার দর ও সরবরাহে প্রভাব পরে। ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ভোক্তাদের সচেতন থাকতে হবে। বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের এক জরুরি সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভোজ্য তেল, ডাল, সোলা, চিনি, পিয়াজ, রসুনসহ নিত্য প্রয়েজেনীয় সকল পণ্যের আমদানি, সরবরাহ ও মূল্য তদারকি করা হচ্ছে। আসন্ন রমজান মাসের আগেই এ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি কারক, ডিলার, পাইকারি ও খুচড়া ব্যবসায়ী, কনজুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)সহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে ভোক্তার অধিকার নিশ্চিত করা হবে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে কোন মহল নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত বা সরবরাহে বাধার সৃস্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সফল ভাবে দেশব্যাপী বাজার তদারকির দায়িত্ব পালন করে যাচ্ছে, রমজান মাসসহ আগামী দিনগুলোতে এ তদারকি আরো জোরদার করা হবে। জাতীয় ভোক্তা সংরক্ষণ আইনের ধারা প্রয়োগ করে ১৫,৯০০ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ১,২৯,৭৪,৫৫০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে এবং ২৫৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫,৩৪,৭৫০ টাকা নগদ প্রদান প্রকা হয়েছে। দেশের ভোক্তগণ আগের যে কোন সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন।
সভায় বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মো. আবুল হোসেন মিয়া, জাতীয় ভোক্তা অধিকার পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Be the first to comment on "‘পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে তদারকি অব্যাহত’"