শিরোনাম

পল্টন মোড়ে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে হরতালের পক্ষে রাজধানীর পল্টনে অবস্থান নিয়েছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এতে পল্টন থেকে দৈনিক বাংলা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আধাবেলার হরতালে আজ বৃহস্পতিবার সকাল থেকে পল্টন, প্রেসক্লাব, দৈনিক বাংলা মোড় ও আশপাশের সড়কে মিছিল শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে যান চলাচল করলেও সোয়া ১০টার দিকে সিপিবি ও বাসদসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নেয়। এতে সেখানকার মতিঝিলমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে সকাল আটটার দিকে হরতালে শাহবাগে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের টিয়ার শেল ও লাঠিচার্জে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, টিয়ার সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়েছে। এক্ষেত্রে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

basic-bank

Be the first to comment on "পল্টন মোড়ে যান চলাচল বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*