শিরোনাম

পুলিশের বাধায় বিএনপি মহাসচিবের আলোচনা সভা পন্ড

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বাধায় পন্ড হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি আলোচনা সভা। শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনের সেমিনার হলে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আলোচনা সভা শুরুর আগেই বিকেল ৩টার দিকে তেজগাঁও থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই সংগঠনটির নেতাকর্মীদের অনুষ্ঠান স্থলে প্রবেশে বাধা দেয়। পরে ওখানে কোন অনুষ্ঠান করার অনুমতি নেয়া হয়নি জানিয়ে পুলিশ তালা সেমিনার হলে তালা লাগিয়ে দেয়।
আ্যাবের মহা মহাসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষের যথাযথ নিয়ম মেনেই ২৬ মার্চ মিলনায়তনটিতে অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করি। ২৮ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা মেজর মুহাম্মদ মাসুদুর রশীদ (অব.) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আমাদের মিলনায়তনটি ভাড়া দেয়া হয়। কিন্তু তেজগাঁও থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের জানিয়েছেন সেখানে বিএনপি মহসচিবের কোনো সভা করতে দেয়া হবে না।

basic-bank

Be the first to comment on "পুলিশের বাধায় বিএনপি মহাসচিবের আলোচনা সভা পন্ড"

Leave a comment

Your email address will not be published.


*