রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) পৌর প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় সাবেক পৌর কাউন্সিলরসহ দু’জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমান রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে উপজেলায় তিনজন ডাক্তারসহ মোট ৮জনের করোনা শনাক্ত হয়েছে।
ডাক্তার শরীফ সাহাবুর রহমান আরও বলেন, গত ২২ ও ২৩ এপ্রিল মোট ৮২ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে আজ দু’জনসহ মোট ৮জন করোনা শনাক্ত হলো। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। আক্রান্তদের বাড়ীতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগে শনাক্ত হওয়া তিনজন ডাক্তারসহ পাঁচজন স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। প্রথম করোনা আক্রান্ত সুজন সূস্থ্য হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
লোহাগড়ায় সাবেক কাউন্সিলরসহ দু’জনের করোনা শনাক্ত
লোহাগড়ায় সাবেক কাউন্সিলরসহ দু’জনের করোনা শনাক্ত
Be the first to comment on "লোহাগড়ায় সাবেক কাউন্সিলরসহ দু’জনের করোনা শনাক্ত"