নিউজ ডেস্ক : দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারিয়ে দল যে কতটা বিপদে পড়তে পারে তা দেখা গেল আজ নেলসনের দ্বিতীয় ওয়ানডেতে। যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেছে মুশফিকুর রহীমের।
তবু টেস্ট সিরিজে তাকে পাওয়ার আশা জেগেছে। তার চোট অতটা গুরুতর নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার প্রাপ্ত এমআরআই রিপোর্টে মুশফিকের বাঁ হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ মাত্রার চোট ধরা পড়েছে বলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফিজিও ডিন কনওয়ে বলেছেন, “রেডিওলজিস্টের রিপোর্ট আমরা হাতে পেয়েছি এবং তাতে দেখা যাচ্ছে তার বাঁ হ্যামস্ট্রিংয়ে ছোট একটা টিয়ার আছে। চোট এমনিতে বড় কিছু না হলেও এটা পুরোপুরি সারতে চোটের দিন থেকে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই ও অনুশীলনে নামতে পারবে। ”
স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ক্রিকেটারদের এ ধরনের ইনজুরি থেকে মাঠে ফিরতে সাধারণত ২ সপ্তাহ সময় লাগে। চোট সারাতে দ্রুতই পুনর্বাসন শুরু করবেন মুশফিকুর রহিম। টিম ম্যানেজমেন্ট তাকে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করবে। টেস্টে শতভাগ ফিট পেতেই সীমিত পরিসর থেকে মুশফিককে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Be the first to comment on "টেস্ট সিরিজেই দেখা যেতে পারে মুশফিককে"