শিরোনাম

চার প্রেমিক, একা আলিয়া

নিউজ ডেস্ক: বাণিজ্যিক ছবির অভিনেত্রী হলেও অভিনয়ে আলিয়া ভাটের রয়েছে বাড়তি সুনাম। গ্ল্যামারের পাশাপাশি অভিনয়গুণ তাঁর সহজাত, বুঝিয়ে দিয়েছেন ‘হাইওয়ে’ বা ‘টু স্টেটস’ -এর মতো ছবিতে। মুম্বাই মিররের খবরে জানা গেল, নিজের পরবর্তী একটি ছবিতে একাই চার ‘প্রেমিক’ তথা নায়কের বিপরীতে অভিনয় করবেন আলিয়া ভাট।

আলিয়া এখন ব্যস্ত রয়েছেন গৌরী শিন্ডের ছবি নিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকে। শাহরুখের সঙ্গে কাজ করতে পেরে খুবই খুশি মহেশ ভাটের কন্যা।

‘চার প্রেমিকের’ বিপরীতে ছবিটি নিয়ে অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। নির্মাতাদের সূত্রেই কেবল জানা গেছে প্রাথমিক কিছু তথ্য। এই চার প্রেমিকের চরিত্রে দেখা যাবে আদিত্য রায় কাপুর, কুনাল কাপুর, আলী জাফর ও অঙ্গদ বেদিকে। এখানে আলিয়াকে দেখা যাবে একজন চিত্রনির্মাতার চরিত্রে, যে কি না একটি সিনেমা বানানোর জন্য হন্য হয়ে বিষয় খুঁজে বেড়াচ্ছে। ‘এই খোঁজে সে বিভিন্ন পুরুষের সঙ্গে ডেট করে, যাঁদের জীবন অন্তত কোনোভাবে তাঁর ছবিতে ছায়া ফেলে। আদিত্য এখানে ফার্নিচার ব্যবসায়ী, আলী একজন গায়ক, কুনাল হচ্ছে চলচ্চিত্র প্রযোজক। অঙ্গদ হচ্ছে একজন একজন রেস্তোঁরা ব্যবসায়ী এবং তাঁর (আলিয়া) প্রথম বয়ফ্রেন্ড’—এমনটাই জানায় নির্মাতা সূত্র।

ছবিটির কাজ কবে থেকে শুরু হবে আর এর প্রযোজনা-পরিচালনায় কে বা কারা রয়েছেন, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সূত্র: এনটিভি

basic-bank

Be the first to comment on "চার প্রেমিক, একা আলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*