শিরোনাম

আটক দুই কনস্টেবলের রিমান্ড চাইবে পুলিশ

নিউজ ডেস্ক : রাজধানীতে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকায় এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবলকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল লতিফুজ্জামান ও রাজিবুল খন্দকারের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

শুক্রবার ভোরে ডিম ব্যবসায়ী রশিদের টাকা ছিনতাইয়ের ঘটনায় জনতার সহায়তায় কনস্টেবল লতিফুজ্জামানকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে গুলশান জোনে কর্মরত। এ ছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর কনস্টেবল রাজিকুল খন্দকারকেও সন্ধ্যার দিকে পুলিশ গ্রেপ্তার করে।

এ ঘটনায় পুলিশের ওই দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনারকে (ট্রাফিক-উত্তর) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ডিম ব্যবসায়ী আব্দুল বশির মনা বাদী হয়ে শাহবাগ থানায় ছিনতাইচেষ্টার মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আটক দুই কনস্টেবলের রিমান্ড চাইবে পুলিশ"

Leave a comment

Your email address will not be published.


*