শিরোনাম

উচ্চাঙ্গ সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত বালমুরালি কৃষ্ণ আর নেই

নিউজ ডেস্ক : উচ্চাঙ্গ সঙ্গীতের প্রবাদপ্রতীম শিল্পী মঙ্গলমপল্লি বালমুরালি কৃষ্ণ আর নেই। মঙ্গলবার চেন্নাইয়ের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর।

ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের দুনিয়ায় আরও এক ইন্দ্রপতন। ছিয়াশি বছর বয়সে চেন্নাইয়ে প্রয়াত হলেন দক্ষিণ ভারতীয় সঙ্গীতের অন্যতম স্তম্ভ বালমূরলী কৃষ্ণ। মাত্র ৮ বছর বয়সে তিনি প্রথম মঞ্চে ওঠার পরে বিশ্বব্যাপী তিনি প্রায় ২৫,০০০ অনুষ্ঠান করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন সঙ্গীত প্রতিভার সঙ্গে তিনি যুগলবন্দি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত সঙ্গীত জগত্‍।

১৯৩০ সালের ৬ জুলাই মাসে অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলার শঙ্করগুপ্তম গ্রামে জন্মগ্রহণ করেন প্রবাদপ্রতীম এই শিল্পী। তাঁর বাবা ছিলেন প্রখ্যাত সঙ্গীতকার, যিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোয় সিদ্ধহস্ত ছিলেন। মূরলীকৃষ্ণের মা ছিলেন বিখ্যাত বীণা বাদক। শৈশবে মাতৃহারা মূরলীকে মানুষ করেন তাঁর বাবা। ছোটবেলায় সঙ্গীতের প্রতি আগ্রহ লক্ষ্য করে তাঁকে ত্যাগরাজ শিশ্য পরম্পরার গুরু পারুপল্লি রামকৃষ্ণায় পান্তুলুর কাছে প্রশিক্ষণের ব্যবস্থা করেন মূরলীর বাবা। তাঁর কাছে কার্নাটিক উচ্চাঙ্গসঙ্গীতের তালিম নেয়ার সময় মাত্র ৮ বছর বয়সে মঞ্চাভিষেক হয় মূরলীর। তাঁর সঙ্গীত পরিবেশনে মুগ্ধ হন বিখ্যাত হরিকথা শিল্পী মুসুনুরি সূর্যনারায়ণ মূর্তি ভাগবতার। শিশু শিল্পীর নামের আগে ‘বাল’ উপাধিটি তিনিই প্রদান করেন। এর পরে সেই নামেই পরিচিত হন তিনি।

পণ্ডিত বালমূরলী কৃষ্ণ আজীবন সঙ্গীত সাধনা করেছেন। তিনি একাধিক বাদ্যযন্ত্র বাজানোর বিদ্যা আয়ত্ত করেছিলেন। সারা জীবনে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মান লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ।

সূত্র: এই সময়

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "উচ্চাঙ্গ সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত বালমুরালি কৃষ্ণ আর নেই"

Leave a comment

Your email address will not be published.


*