শিরোনাম

‘একজন পাক সেনাকে মারলে পাকিস্তান তিনজন ভারতীয় সেনাকে মারবে’

নিউজ ডেস্ক : এবার হুঙ্কার পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফের। তাঁর হুমকি, একজন পাক সেনাকে মারা হলে পাকিস্তান তিনজন ভারতীয় সেনাকে মারবে। গতকাল শুক্রবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে ভারতকে উদ্দেশ্য করে এই উস্কানিমূলক মন্তব্য করেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

আসিফ বলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হলে ভারতকে চরম ফল ভোগ করতে হবে।

প্রসঙ্গত, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায় নিয়মিত গুলিবর্ষণ করছে পাকিস্তান। তার যোগ্য জবাবও দিচ্ছে ভারত। ভারত বারবারই বলছে, জঙ্গিদের অনুপ্রবেশে মদত দিতে পাক বাহিনী যুদ্ধবিরতি ভেঙে গুলি চালায়। তবে পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, আসন্ন ভোটের দিকে তাকিয়ে মানুষের সমর্থন পাওয়ার আশায় ভারত সরকার নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে।

বক্তৃতাকালে পাকিস্তানে সন্ত্রাসবাদের জন্য ভারতকেই দায়ী করেছেন প্রতিরক্ষামন্ত্রী আসিফ। তাঁর দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদের পিছনে ভারতের ভূমিকার ব্যাপারে তাঁদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ রয়েছে। তিনি বলেন, পাকিস্তানে সন্ত্রাবাদে ভারতের জড়িত থাকার বিষয় নিয়ে জাতিসংঘ ও অন্যান্য দেশের কাছে ডসিয়ার ও ভিডিও ফিল্ম পাঠানো হয়েছে।

আসিফের আরও অভিযোগ, চীন-পাকিস্তান আর্থিক করিডোর (সিপিইসি) এর কাজে ভারত ব্যাঘাত তৈরি করছে। তাঁর অভিযোগ, পাকিস্তানের পক্ষে এই প্রকল্প লাভজনক হবে বলেই ভারত এভাবে বাধা দিচ্ছে।

খাওয়াজা আসিফ স্বীকার করে নিয়েছেন যে ভারতের তুলনায় আর্থিক দিক থেকে দুর্বল পাকিস্তান। তবে তিনি বলেন, সিপিইসি প্রকল্প সম্পূর্ণ হলে ইসলামাবাদও শক্তিশালী হয়ে উঠবে।

পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসলামাবাদ এই অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। এজন্য ভারতের কাছে কোনও রকম জবাবদিহি করা হবে না।
সূত্র: এবিপি

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘একজন পাক সেনাকে মারলে পাকিস্তান তিনজন ভারতীয় সেনাকে মারবে’"

Leave a comment

Your email address will not be published.


*