নিউজ ডেস্ক : এবার ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন সানি লিওন। ‘বাদশাহো’ ছবিতে একটি বিশেষ গানে অভিনয় করতে যাচ্ছেন সানি। তাকে মুম্বাই শহরতলীর একটি স্টুডিওতে শুটিংয়ে অংশ নিতে দেখা গেছে।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান তার পালি হিলের বাড়িতে রিহার্সাল চালালেও সে সময় সানি ছিলেন হায়দ্রাবাদে, অন্য একটি ছবির দৃশ্যায়নে ব্যস্ত। তবে সেখানে তিনি যেন এই গানের রিহার্সাল চালিয়ে যেতে পারেন, সেজন্য তার কাছে কোরিওগ্রাফার পাঠানো হয়। এছাড়া সানি নিজেও তার ইন্সটাগ্রামে ওই গানের সাজ নিয়ে ছবি প্রকাশ করেছেন।
ছবির পরিচালক মিলান লুথরিয়া বলেন, ‘গানটি রাজস্থানের প্রেক্ষাপটে হলেও আমি সেটেই শুটিং করতে চাই। তাতে আলো ও অঙ্গসজ্জা নিয়ন্ত্রণে সুবিধা হবে।’ তিনি আরও বলেন, ‘সানির সঙ্গে কিছুদিন আগেই পরিচয় হলো। তার মধ্যে যে উজ্জ্বল আভা রয়েছে তা দেখে আমি মুগ্ধ! ইমরান-সানি জুটি দর্শকের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করবে বলেই আমার ধারণা।’
সূত্র: এনডিটিভি
Be the first to comment on "এবার ইমরান হাশমির সঙ্গে সানি লিওন"