শিরোনাম

চাচা’র রাম’দার কোপে লোহাগড়ায় ভাতিজা রক্তাক্ত জখম

চাচা’র রাম'দার কোপে লোহাগড়ায় ভাতিজা রক্তাক্ত জখম

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগডা উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাডা গ্রামে পৈর্তৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা আইয়ুব আলী মিয়া রামদা দিয়ে ভাতিজা এম এম হাবিব নেওয়াজকে কুপিয়ে গুরুতর যখম করেছে। এ ঘটনায় হাবিব বাদী হয়ে ৪ জনকে এজাহার নামীয় এবং ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মা,মলণা নং ১৬/৭০,তাং ২০-০৩-২০২৪ ইং।

এজাহার সুত্রে জানাগেছে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামে হাবিবের পৈত্রিক নিবাস। হাবিব নড়াইল জেলা প্রশাসকের কার্ষালয়ে যানবাহন পুলে চাকুরির সুবাদে স্বপরিবারে শহরে বসবাস করেন। বুধবার ২০ মার্চ বিকালে অফিস শেষে গ্রামের বাড়ি মহিষাপাড়া গেলে হাবিবের সাথে চাচা আইয়ুব আলীর পৈত্রিক জমাজমি নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায়ে চাচা আয়ুব আলী (আউজ) আতিকুর লোটাস,রেখা খানম সহ ৪/৫ জন দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা ও লোহার রড দিেেয় হামলা করে। এসময় চাচা আয়ুব আলীর হাতে থাকা রামদা দিয়ে ভাতিজা হাবিবকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে রাম’দা দিয়ে কোপ মারে। মাথায় আঘাতের কারনে হাবিব মাটিতে লুটিয়ে পড়লে লোটাস লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। সুযোগে রেখা খানম হাবিবের কাছে থাকা নগদ টাকা ও হাবিবের ব্যবহৃত সোনার চেইন ছিনিয়ে নেয়।
হাবিবের ডাকচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। হাবিবের মাথায় ৪টি সেলাই দিলেও তিনি আশংখামুক্ত বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, মামলা রেকর্ড হয়েছে। আসামীদের আটকের জোর চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "চাচা’র রাম’দার কোপে লোহাগড়ায় ভাতিজা রক্তাক্ত জখম"

Leave a comment

Your email address will not be published.


*