নিউজ ডেস্ক : থাইল্যান্ডের রাজতন্ত্র অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত তিন নারী শনিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর আগে দেশটির রাজা তাদেরকে ক্ষমা করে দেন। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ব্যাংককের একটি কারাগার থেকে শতাধিক নারী কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে। তার মধ্যে থাই রাজতন্ত্রকে অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত ওই তিন নারীও রয়েছেন। থাই লয়ার্স ফর হিউম্যান রাইটসের উইরানান হুয়াদসরি বলেন, রাজতন্ত্র অবমাননার জন্য দণ্ডপ্রাপ্ত তিন নারী আজ মুক্তি পেয়েছেন। থাইল্যান্ডে রাজতন্ত্র একটি স্পর্শকাতর বিষয় । থাইল্যান্ডের রাজতন্ত্র সম্পর্কিত আইন বিশ্বের কঠোরতম আইনের একটি। আইনানুযায়ী রাজতন্ত্রকে সমালোচনার প্রতিটি অপরাধের জন্য কমপক্ষে ১৫ বছরের কারাদন্ড হতে পারে।
Be the first to comment on "থাইল্যান্ডে রাজতন্ত্রের অবমাননাকারী ৩ নারী মুক্ত"