নিউজ ডেস্ক : কফি উইথ করণ-এর সেটে আসছেন দীপিকা। কিন্তু বলি পাড়ায় জোর জল্পনা দীপিকার সঙ্গে আসছেন তাঁর হলিউড কো-স্টার ভিন ডিজেল। জানু্য়ারির ১৯ তারিখ মুক্তি পাবে দীপিকার হলিউড ডেবিউ সিনেমা ‘এক্স এক্স এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’। ইতিমধ্যেই ভিন এবং দীপিকা সিনেমার বিভিন্ন মূহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিয়েছেন দর্শকদের কাছে। কিছুটা এভাবেই সিনেমার প্রচার শুরু করেছেন তাঁরা। এবার শোনা যাচ্ছে, সিনেমা প্রচারের জন্যই করণের সঙ্গে আড্ডায় মাতবেন তাঁরা। ভারতে এই সিনেমা জনপ্রিয় করতে কফি উইথ করণের মঞ্চকেই বেছে নিতে চলেছে ‘এক্স এক্স এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’–এর অভিনেতারা।
সূত্র: আজকাল
Be the first to comment on "দীপিকাকে সঙ্গ দিচ্ছেন ভিন ডিজেল"