নিউজ ডেস্ক : বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন চলচ্চিত্রে তাকে দেখা না গেলেও এখন তিনি টিভি নাটক আর বিজ্ঞাপনে সরব। সম্প্রতি বিপণন প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের দুটি পণ্যের মডেল হিসেবে দেখা যাবে তাকে।
এ নিয়ে একটি চুক্তিও সম্পন্ন করেছেন পূর্ণিমা। এরই মধ্যে ২০ আগস্ট প্রেসার কুকারের একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশও নিয়েছেন পূর্ণিমা। বিজ্ঞাপনটি আসছে কোরবানি ঈদকে সামনে রেখেই নির্মাণ করা হয়েছে।
এ ব্যাপারে পূর্ণিমা বলেন, দেশের বৃহৎ এবং অনেক জনপ্রিয় বিপণন প্রতিষ্ঠান আরএফএল এর সাথে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত। আরএফলকে ধন্যবাদ জানাই তাদের প্রচারে আমাকে সঙ্গী করে নেয়ার জন্য।’
বিজ্ঞাপনের বিষয়ে নির্মাতা সানবীম আশরাফ বলেন, ‘যেহেতু পণ্যটি প্রেসার কুকার, তাই বিজ্ঞাপনের গল্পটিও সাজিয়েছি গৃহস্থালির আবহে। এখানে পূর্ণিমা একজন সচেতন গৃহিণী হিসেবে হাজির হবেন। তার সঙ্গে দেখা যাবে আরও একজন মডেল আইনুন পুতুলকে।’
Be the first to comment on "নতুন দুই বিজ্ঞাপনে পূর্ণিমা"