শিরোনাম

নিকারাগুয়ায় ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক : নিকারাগুয়ায় ৭ দশমিক ২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর মধ্য আমেরিকার ৩০০ কিলোমিটার উপকূলজুড়ে সুনামির আশঙ্কা করা হচ্ছে। হারিকেন ‘ওটটো’ আঘাত হানার পর এই ঘটনা ঘটে।

দক্ষিণাঞ্চলীয় শহর সান হুয়ান দ্য নিকারাগুয়ার কাছের উপকূলভাগে সামুদ্রিক এই ঝড়টি প্রথম আঘাত হানে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে। এখন এটি প্রবল বেগে পশ্চিমাঞ্চলের লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে। এ মুহূর্তে ঝড়ের প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ মাইল বা ১৭৫ কিলোমিটার বলে নিকারাগুয়ার ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়। এর আগে মধ্য আমেরিকার আরেক দেশ পানামায় আঘাত হানে ‘ওটটো’। এতে তিনজন নিহত হন ও অন্তত চারজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নিকারাগুয়ায় ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত"

Leave a comment

Your email address will not be published.


*