নিউজ ডেস্ক : কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার এই বিপ্লবী নেতার মৃত্যুর সংবাদ জানার পরপরই বঙ্গভবনের এক শোক বার্তায় বলা হয়, “ফিদেল কাস্ত্রোর মৃত্যু বিশ্ব রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
৯০ বছর বয়সে শনিবার মারা যান সমাজতান্ত্রিক কিউবার প্রতিষ্ঠাতা ফিদেল কাস্ত্রো। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এই কমিউনিস্ট নেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বঙ্গব্ন্ধু শেখ মুজিবুর রহমানের।
রাষ্ট্রপতি শোক বার্তায় কিউবার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Be the first to comment on "বাংলাদেশের বন্ধু ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক"