নিউজ ডেস্ক : মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারের সাতটি ধান-পাটের গুদামঘরে আগুন লেগে মালামাল ভস্মীভূত হয়েছে। এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। চায়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গতকাল সোমবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয় বলে তারা জানান।
ক্ষতিগ্রস্ত জহিরুল ইসলাম জানান, তাঁর গুদামে ১৭৫ মণ পাটসহ অন্যান্য ভুষিমাল ছিল। আগুনে সবই পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রফিকুল ইসলাম জানান, তার গুদাম ঘরে ধান-পাট মিলিয়ে চার লক্ষাধিক টাকার মালামাল ছিল যার সবই ভস্মীভূত হয়েছে। তিনি জানান, রাত ১টার দিকে গুদামের পাশে ছামিরুলের চায়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই দোকানের মধ্যে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। শব্দ শুনে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান ওই চায়ের দোকানসহ সাতটি গুদাম ঘরের সবগুলোতেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে।
এ সময় মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সেখানে এসে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীরা হলেন রফিক হোসেন, চাদ আলী, আলম মিয়া, মিরুল হোসেন প্রমুখ। মাগুরা ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
Be the first to comment on "মাগুরায় অগ্নিকাণ্ডে সাত গুদামঘরের মালামাল ভস্মীভূত"