নিউজ ডেস্ক : আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির আবার মাঠে নামা দেখতে অনেকে মুখিয়ে। কিন্তু এই ভক্তদের অপেক্ষার প্রহর দীর্ঘ হতে পারে। ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য নতুন কোচের অধীনে প্রস্তু হচ্ছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ইনজুরির কারণে অনুশীলনে নামতে পারছেন না ৫বারে বিশ্ব বর্ষসেরা খেলোয়াড় মেসি।
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা জানিয়েছে তাদের তারকা ফরোয়ার্ড বাঁ হ্যামস্ট্রিং এর ইনজুরিতে ভূগছেন। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হয়ে হয়তো খেলা হবে না। যদিও মেসি ঠিকই স্পেন থেকে আর্জেন্টিনা গেছেন। ইনজুরির অবস্থার ওপর নির্ভর করছে তার খেলা না খেলা। স্প্যানিশ লিগে রবিবার আথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। ওই ম্যাচে খেলেছেন মেসি। কিন্তু সোমবার কাতালান দলটি মেসির ইনজুরির খবর দেয়।
এদিকে, আর্জেন্টিনা তাদের নতুন কোচ এদগার্দো বাউসার কোচিংয়ে প্রথম ম্যাচ খেলতে নামছে বৃহস্পতিবার। এই কোচ দায়িত্ব নিয়েছেন সম্প্রতি। আর কোচ হওয়ার পর মেসিকেও অবসর ভাঙিয়ে ফিরিয়ে এনেছেন জাতীয় দলে। গত জুনে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারার পর ২৯ বছরের মেসি হতাশায় অবসর নিয়ে নিয়েছিলেন।
বৃহস্পতিবার উরুগুয়ের সাথে খেলা আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এর পরের ম্যাচ ভেনেজুয়েলার সাথে। মেসির এই দুই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা তো আছেই। কোচ বাউসা দলে নেননি গঞ্জালো হিগুয়াইনকে। এদিকে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো খেলতে পারবেন না কাফ ইনজুরির কারণে। একই ধরণের চোটে ছিটকে পড়েছেন পিএসজি মিডফিল্ডার হাভিয়ের পাস্তেরো। প্রথম মিশনেই তাই কঠিন পরীক্ষা দিতে হচ্ছে বাউসাকে।
Be the first to comment on "মেসির বিশ্বকাপ বাছাইয়ে খেলা নিয়ে অনিশ্চয়তা"