শিরোনাম

রাবি ছাত্র লিপু হত্যা মামলায় রুমমেট গ্রেফতার

নিউজ ডেস্ক :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু (২৩) হত্যা মামলায় তার রুমমেট মনিরুল ইসলাম ওরফে মনিরকে (২৩) গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, লিপু হত্যার সঙ্গে তার রুমমেট মনির জড়িত। লিপুর পরিবারের সদস্যরাও বলেছেন, লিপুর সঙ্গে মনিরের সম্পর্ক ভালো ছিল না। এ জন্য তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে তোলা হয়। তবে তার রিমান্ডের আবেদন করা হয়নি। সেটি পরে করা হবে। আদালত মনিরকে কারাগারে পাঠিয়েছেন।

মনিরের বাড়ি রাজশাহীর তানোরে। রাবির বোটানি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে। থাকতেন রাবির নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে। একই কক্ষে থাকতেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু।

গত ২০ অক্টোবর সকালে হলের ডাইনিংয়ের পাশের একটি নর্দমায় লিপুর রক্তাক্ত লাশ পাওয়া যায়।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রাবি ছাত্র লিপু হত্যা মামলায় রুমমেট গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*