নিউজ ডেস্ক : সরকার বিদ্যমান ট্রেড ইউনিয়ন বিলুপ্ত না করে শিল্পকারখানায় সেক্টরাল বা খাতভিত্তিক ট্রেড ইউনিয়ন করার চিন্তা করছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। প্রতিমন্ত্রী বলেছেন, খাতভিত্তিক ট্রেড ইউনিয়ন করা হলে সেক্টরভিত্তিক আলোচনা করার সুযোগ সৃষ্টি হবে এবং এতে খাতভিত্তিক সমস্যার সমাধান আসবে। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিকাইল হেমলিনিটি উইনথার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ডেনিশ রাষ্ট্রদূত শ্রম মন্ত্রণালয়ের অ্যাকটিভিটি এবং আরও কিছু হেল্প করার কিছু আছে কিনা- জানতে চেয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডেনমার্ক সরকারের সঙ্গে সোশাল ডায়লগের মতো একটি প্রকল্প রয়েছে। আমাদের ট্রেড ইউনিয়ন জোরদারের বিষয়ে তাদের টেকনিক্যাল সাপোর্ট রয়েছে। আমরা তাদের কাছে হেল্প চেয়েছি সেক্টরাল ভিত্তিক ট্রেড ইউনিয়ন।
ডেনমার্কসহ বিভিন্ন দেশে সেক্টরাল ভিত্তিক ট্রেড ইউনিয়ন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে কাজের সুবিধা হয়। তাদের সেক্টরাল ভিত্তিক ট্রেড ইউনিয়ন কী রকম তার অভিজ্ঞতা নিতে আমাদের একটি প্রতিনিধিদল সেখানে গিয়েছিল, তারা প্রতিবেদন দিয়েছে। আমাদের সেক্টরাল ট্রেড ইউনিয়ন করা যায় কিনা- সে ব্যাপারে ডেনমার্কের কাছে টেকনিক্যাল হেল্প চাওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সেক্টরাল ভিত্তিক ট্রেড ইউনিয়ন করা যায় কিনা, করলে ভালো হবে কিনা, সেই চিন্তাটা আমরা করছি। ভালো ভালো জিনিসগুলো যদি বিদেশে থাকে সেই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করি তাহলে করব না কেন?
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গার্মেন্ট সেক্টরে পাঁচ শ’র মতো ট্রেড ইউনিয়ন আছে, সেটা ঠিক আছে। কিন্তু সেক্টরাল ভিত্তিক যদি একটা ট্রেড ইউনিয়ন বা ফেডারেশন থাকে তাহলে সেখানে কাজ করে একটা সুবিধা হবে। গার্মেন্ট সেক্টরে যে দু-একটি ট্রেড ইউনিয়ন আছে তারা খুব একটা অ্যাকটিভ না। ইউনিট ওয়ারি ট্রেড ইউনিয়নে তারা বেশি কাজ করে। সেক্টরাল ভিত্তিক ট্রেড ইউনিয়ন করলে ভালো হবে কিনা- আমরা সেটা চিন্তা করছি। যে ট্রেড ইউনিয়ন আছে তা বিলুপ্ত করে নয়। এটা করলে তাদের রেসপন্সিবিলিটি, তাদের রাইটস, দায়িত্ব পালন করা সহজ হবে। সেক্টর ভিত্তিক কেউ আলোচনা করার সুযোগ পাচ্ছে না। সেক্টর ভিত্তিক করলে ভালো হবে।
Be the first to comment on "শিল্পকারখানায় সেক্টরাল ট্রেড ইউনিয়ন হবে : চুন্নু"