নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুনির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সম্পাদক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। সচিবালয়ে রবিবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শফিক রেহমান, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদকে সংবাদপত্রে কাজ করার জন্য গ্রেফতার করা হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্ট ভিন্ন অপরাধজনিত কাজের সঙ্গে সম্পর্ক থাকার কারণে প্রাথমিকভাবে তদন্তে পুলিশ কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে শফিক রেহমানকে গ্রেফতার ও আদালতে সোপর্দ করেছে। সেখানে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ আছে। নির্দোষ হলে সসম্মানে বেরিয়ে আসবেন। সুতরাং এটা সংবাদপত্র, গণমাধ্যম কিংবা আইনের শাসনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।’
আইনের শাসন কোনো অপরাধীকে ছাড় দেয় না- মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘গণতন্ত্রে সব মতের জায়গা আছে, জঙ্গিদের নেই। স্বাধীন ও মুক্ত গণমাধ্যমেও উস্কানি, মিথ্যাচার, খণ্ডিত তথ্য ও পীত সাংবাদিকতার জায়গা নেই।’ এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার প্রতিবেদনের সমালোচনাও করেন ইনু। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার প্রতিবেদন তথ্যনির্ভর নয়। ‘প্রতিবেদনটি বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থার প্রতিফলন নয়’, বলেন তথ্যমন্ত্রী।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তৈরি প্রতিবেদন গত ১৩ এপ্রিল কংগ্রেসে জমা দেন। তথ্যমন্ত্রী বলেন, ‘রিপোর্টটিতে তথ্যের ঘাটতি রয়েছে, ফলে সঠিক চিত্রটি উঠে আসেনি। সে কারণে আমি রিপোর্টটি আরেকবার যাচাই করার অনুরোধ জানাচ্ছি।’

Be the first to comment on "সুনির্দিষ্ট অভিযোগে শফিক রেহমানকে গ্রেপ্তার : তথ্যমন্ত্রী"