শিরোনাম

হ্যামিলটন টেস্ট ছিটকে গেলেন বোল্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হওয়া হ্যামিলটনে টেস্টে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। হাঁটুর ইনজুরির কারণে তিনি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। বোল্টের অনুপস্থিতিতে টিম সাউদির সাথে নতুন বলের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ম্যাট হেনরিকে।

তবে শুক্রবার টসের আগ পর্যন্ত নিউজিল্যান্ড মূল একাদশ ঘোষণা করবে না বলেই নিশ্চিত হওয়া গেছে। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেছেন, বোল্টের বাম হাঁটুতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সাম্প্রতিক ভারত সফর থেকেই তিনি এই সমস্যায় ভুগছেন। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয়ী ম্যাচেও বোল্ট খুব একটা স্বস্তিতে ছিলেন না। হেসন বলেন, হ্যামিলটনে তাকে পাবার ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু বুধবার অনুশীলনে ব্যথা বেড়ে যাওয়ায় কার্যত তাকে আর পাওয়া গেল না।

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম টেস্টে হ্যাগলি ওভালের তুলনায় সিডন পার্কের পিচ কিছুটা সুইং সহায়ক হওয়ায় ডগ ব্রেসওয়েলকে নিউজিল্যান্ড স্কোয়াডে যোগ করা হয়েছে। ৩১ বছরে এ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারেনি পাকিস্তান। সে কারণেই সফরকারী পাকিস্তান ৬ বছর আগে হ্যামিলটনের স্মৃতি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

নিউজিল্যান্ডকে ওই ম্যাচে ১০ উইকেটে পরাজিত করেছিল পাকিস্তান। ম্যাচটিতে আসাদ শফিক করেছিলেন ৮৩ রান। আর এবারও সেই আগ্রাসী মনোভাব ফিরিয়ে আনতে চায় সফরকারীরা।

আসাদ বলেছেন, “এখনো আমার সেই স্মৃতি মনে আছে। আমি ইতিবাচক ক্রিকেট খেলেছিলাম। এই একই মাঠে ফিরে আসাটাও আনন্দের। এটা অনেকটা বোলার সহায়ক উইকেট। আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা সাধারণত এই ধরনের উইকেটে খেলে থাকি। এটা আমাদের জন্য ভালো একটি চ্যালেঞ্জ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "হ্যামিলটন টেস্ট ছিটকে গেলেন বোল্ট"

Leave a comment

Your email address will not be published.


*