নিউজ ডেস্ক: আর দেওয়া যাবে না সময়। জিয়া খান আত্মহত্যা মামলায় সুরজ পাঞ্চোলির বিচারে স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে অস্বীকার করল বম্বে হাইকোর্ট। সম্প্রতি এমনই নির্দেশ দেয় এন এইচ পাটিল ও এ এম বাদারের ডিভিশন বেঞ্চ। ৫ মে সুরজের বিরুদ্ধে গঠন করা হবে চার্জশিট।
জিয়া খান আত্মহত্যা মামলায় সিবিআইয়ের চার্জশিটকে চ্যালেঞ্জ জানিয়ে, মেয়ের তদন্ত ভার বিশেষ তদন্তকারী দলের হাতে তুলে দিতে আবেদন করেন জিয়ার মা রাবেয়া খান। গত ২৫ ফেব্রুয়ারি সুরজের বিচারে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
২০১৩ সালের ৩ জুন মুম্বইয়ের জুহুতে জিয়ার নিজের ফ্ল্যাটে তাঁর মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে মনে হয়ছিল, গলায় দড়ি দিয়ে নিঃশব্দে আত্মহত্যা করেছেন ‘নিঃশব্দ’এর নায়িকা। তবে বলিউড অভিনেতা সুরজ পাঞ্চালির সঙ্গে জিয়ার সম্পর্ক ছিল। জিয়া সুরজের সন্তানের মা হতে চলেছে এবং সুরজ তাঁকে গর্ভপাতের ব্যাপারে জোর করছেন বলে জিয়ার ডায়েরিতে পাওয়া যায়। এরপরই জিয়ার মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে। জিয়ার মৃত্যুর পিছনে সুরজ পাঞ্চালির হাত রয়েছে বলেও অভিযোগ ওঠে। পরে সুরজের নামে আদালতে মামলা করেন জিয়ার পরিবার।

Be the first to comment on "অবশেষে জিয়া মৃত্যু রহস্যের অবসান!"