শিরোনাম

‘আওয়ামী লীগ কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফল মেনে নেবে’

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেবে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এর আগের নির্বাচনের সময়ে বিএনপির পক্ষ থেকে বলা হলো যে, নির্বাচনে ভয়ভীতি দেখানো হচ্ছে। অথচ নির্বাচনের মাঠে সেই ধরনের পরিবেশ আমরা কখনো দেখি নাই। বরং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। যেকোনো ফলাফল আমরা মেনে নিতে প্রস্তুত। নির্বাচনে ফলাফল যাই হোক না কেন তা আওয়ামী লীগ মেনে নেবে। ’

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সভাপতি জহির আহমেদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি নির্বাচন সম্পর্কে বিভিন্ন মিথ্যাচার করছে অভিযোগ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি যখন তাদের পরাজয়ের সম্ভাবনা দেখে , তখন আগে থেকেই তারা নানা ধরণের মিথ্যাচার করে নির্বাচনকে একটা বিতর্কের মধ্যে রাখতে চায়। এখানেও ঠিক এ ধরণের চেষ্টা করা হচ্ছে। ’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘আওয়ামী লীগ কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফল মেনে নেবে’"

Leave a comment

Your email address will not be published.


*