শিরোনাম

আগারগাওঁয়ের পাসপোর্ট অফিসের ১২ দালালকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাওয়ের পাসপোর্ট অফিস থেকে ১২ দালালকে গ্রেফতার করে তাৎক্ষণিক কারাদন্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এর ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. সোহাগ হোসেন, মো. শাওন হোসেন, মোঃ নাঈম হোসেনকে ১০ দিনের, মো. নজরুল ইসলাম সুমন, মো. ইয়াদ আলী, মো. আক্তার হোসেন, মো. নবির মিয়া ওরফে হারুন, মো. সাইফুল ইসলাম, মো. খোরশেদ আলমকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একই অভিযোগে মো. কবির হোসেন ও মো. হোসেন আলীকে ২ মাসের কারাদণ্ড ও মো. হেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব জানায়, আসামিরা নিজেদের দালাল মর্মে স্বীকারোক্তি দিয়েছে। তাই তাদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১ জনকে অর্থদণ্ড প্রদান করেন আদালত। এদের মধ্যে কয়েকজনকে আগেও দণ্ড দেয়া হয়েছিল। র‌্যাব আরও জানায়, আগারগাঁও পাসপোর্ট অফিসের কার্যক্রম বর্তমানে এতটাই সহজীকরণ করা হয়েছে যে, যে কেউ নিজেই পাসপোর্ট গ্রহনের কাজ খুব সহজেই নির্ধারিত সময়ের মধ্যে করতে পারেন। পাসপোর্ট বিষয়ক হেল্প ডেক্স রয়েছে। যে কেউ প্রয়োজনে বিনামূল্যে তাদের কাছ থেকে গাইডলাইন গ্রহন করতে পারেন। ফলে দালাল বা অবাঞ্চিত ব্যক্তির সহযোগিতা না নেয়ার জন্য পাসপোর্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানায় র‌্যাব।

 

basic-bank

Be the first to comment on "আগারগাওঁয়ের পাসপোর্ট অফিসের ১২ দালালকে কারাদন্ড"

Leave a comment

Your email address will not be published.


*