নিজস্ব প্রতিবেদক : নতুন আরও একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হচ্ছেন অভিনয়শিল্পী পূর্ণিমা। আগামী ২৯ মে থেকে শুরু হচ্ছে বিজ্ঞাপনটির শুটিং। এটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা শরাফ আহমেদ জীবন। নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘গেল বছর একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম। কিন্তু সেটি এখনো প্রচার হয়নি।’ পণ্য, নির্মাতা ও স্ক্রিপ্ট ভালো হলে নিয়মিত বিজ্ঞাপনে কাজ করবেন বলেও জানান তিনি। নতুন বিজ্ঞাপনের নির্মাতা শরাফ আহমেদ জীবন জানান, আজিমপুরের একটি মাঠে হবে বিজ্ঞাপনটির শুটিং।
এটি একটি বোতলজাত গ্যাস প্রস্তুতকারক কোম্পানির বিজ্ঞাপন। পূর্ণিমাকে মডেল হিসেবে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজ্ঞাপনটি গল্প ও দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে নির্মাণ করা হচ্ছে। যার সঙ্গে পূর্ণিমা একদম পারফেক্ট। এ কারণেই তাঁকে নেওয়া।

Be the first to comment on "আবার বিজ্ঞাপনে পূর্ণিমা"