নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, ভোর ৬টার দিকে ইউনিক বাসস্ট্যান্ডে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অজ্ঞাত ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
Be the first to comment on "আশুলিয়ায় বাসচাপায় অজ্ঞাত যুবক নিহত"