নিউজ ডেস্ক : দায়িত্বে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে গোপালদী পল্লী বিদ্যুৎ সমিতির তিনি কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মোল্লারচর সাব স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার (১৬ মার্চ) লাইনম্যান শাহ মো. মমিনুল ইসলাম (৪০) মারা যান। ওই ঘটনায় তাদের বরখাস্ত করা হয়। শনিবার গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম এমদাদুল হক জানান, লাইনম্যান মমিনুলের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন এজিএম (কম) সফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. লাভলু মিয়া ও লাইন টেকনিশিয়ান মোফাজ্জল হোসেন। এমদাদুল হক বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment on "আড়াইহাজারে পল্লী বিদ্যুতের ৩ কর্মকর্তা বরখাস্ত"