শিরোনাম

কলম্বিয়া-পানামা সীমান্তে আটকা পড়েছে ২৫০ শরণার্থী

অনলাইন ডেস্ক : কলম্বিয়ার পানামা সীমান্তের কাছে প্রায় আড়াইশ শরণার্থী আটকা পড়েছে। এদের অধিকাংশই কিউবার নাগরিক। এরা অবৈধভাবে কলম্বিয়ায় প্রবেশ করে। পানামা অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে তাদের সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
গত সপ্তাহে মধ্য আমেরিকার যেসব দেশ স্থলপথে কিউবার নাগরিককদের দলবদ্ধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকিয়েছে পানামা তাদের মধ্যে তৃতীয়। কলম্বিয়ার মানবাধিকার সংস্থা জানিযেছে, ‘এখন পর্যন্ত টার্বো শহরটিতে প্রায় আড়াইশ অবৈধ অভিবাসন প্রত্যাশী রয়েছে।’ এটি উরাবা উপসাগরের একটি জঙ্গলে অবস্থিত। মানবাধিকার সংস্থাটির প্রকাশিত ছবিতে বেশ কয়েকজন মানুষকে শহরের অভিবাসন সদরদপ্তরের গেটে জমায়েত হতে দেখা গেছে। এদের অধিকাংশই পুরুষ। অভিবাসন কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, কোন ব্যবস্থা নেয়ার আগে তারা পরিস্থিতি বিশ্লেষণ করছেন।

basic-bank

Be the first to comment on "কলম্বিয়া-পানামা সীমান্তে আটকা পড়েছে ২৫০ শরণার্থী"

Leave a comment

Your email address will not be published.


*