নিউজ ডেস্ক : কাশ্মীর উপত্যকাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে বিবাদ চিরন্তন। বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণে জেরবার সেনা জওয়ানেরা। কিন্তু এই বিষয়ে এবার পাকিস্তানি বুদ্ধিজীবীর গলাতেই শোনা গেল উল্টাসুর।
পাকিস্তান বুদ্ধিজীবী পারভেজ হুডভয় বলেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান যে পলিশি গ্রহণ করেছে সেটি বিচ্ছিন্নতা ছাড়া আর কিছুই নয়। এই বিশেষ পলিশির ফলে চারিদিকে শুধু সমস্যারই সৃষ্টি হচ্ছে।
শনিবার এক আন্তর্জাতিক সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে পারভেজ বলেন, পাকিস্তান কূটনীতিবিদরা বিশ্বের দরবারে ইসলামাবাদের প্রতিনিধিত্ব করেন। সেই সময়ই এই বিষয়টি প্রকাশ্যে এসেছে যে বিশ্বের কোনও দেশই কাশ্মীরের ব্যাপারে মাথা ঘামায় না।
পারভেজ আরও বলেন, পাকিস্তানবাসীদের এই বিষয়টি বুঝতে হবে যে কাশ্মীরকে দখল করার জন্য প্রতিনিয়ত যে দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এর ফলে লাভ কিছুই হচ্ছেনা। বরং এরফলে পাকিস্তানই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে নানাভাবে।
তিনি আরও বলেন, পাকিস্তান সেনাকেই পাকিস্তান জঙ্গি নিধনের কাজে এগিয়ে আসতে হবে।
Be the first to comment on "কাশ্মীর নীতিতে ক্ষতি হচ্ছে পাকিস্তানই!"