নিজস্ব প্রতিবেদক: কুয়েতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে এস এম আবুল কালামকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এস এম কালাম একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি এবং অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ছিলেন।
Be the first to comment on "কুয়েতের রাষ্ট্রদূত নিয়োগ পেলেন আবুল কালাম"