শিরোনাম

কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকে ১১তম গভর্নর হিসেবে যোগদান করছেন ফজলে কবির। রোববার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে তিনি কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন।

নতুন গভর্নর ফজলে কবির কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এস কে সুর চৌধুরীসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কমর্কর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮০০ কোটি টাকা ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ লোপাটের বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে গত মঙ্গলবার পদত্যাগ করেন গভর্নর ড. আতিউর রহমান। ওই দিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করেন।

বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে আগামী ৪ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। নিউইয়র্কে থাকা অবস্থায় নিয়োগ পওয়া নতুন গভর্নর বৃহস্পতিবার ঢাকায় ফিরেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর"

Leave a comment

Your email address will not be published.


*