শিরোনাম

গাইবান্ধায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার এস আই গফুর বলছেন, উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বললেও তার নাম পুলিশ জানাতে পারেনি। ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও পুলিশ বলেছে।

সাম্প্রতিক সময়ে জঙ্গি কায়দায় একের পর এক হত্যাকাণ্ডের মধ্যেই গত তিন দিনে মোট সাতজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হলেন।

নিহতদের মধ্যে অন্তত চারজনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, ওই চারজন সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।

এস আই গফুর বলেন, জাহাঙ্গীর হোসেনের বাড়িতে জেএমবির জঙ্গিদের গোপনে বৈঠকের খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালানো হয়।

“সেখানে জড়ো হওয়া দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও অত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাকিরা পালিয়ে যায়।”

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় তারা জানতে পারেননি।

তিনি জেএমবি সদস্য কি না, বা তার নামে থানায় মামলা আছে কি না, সে তথ্যও ওসি দিতে পারেননি।

নিহতের লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "গাইবান্ধায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*