শিরোনাম

দাউদকান্দিতে বিপুল পরিমান বিদেশী বিয়ারসহ গ্রেফতার ২

দেশের খবর

নিউজ ডেস্ক : দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর রায়পুর আরডিবি গোডাউন থেকে বিপুল পরিমান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে প্রাইভেটকারসহ(ঢাকা মেট্টো গ-১১-৯৫৫৩) দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার মাদকদ্রব্য আইনে মামলা করে কোর্টে চালান করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ওই ইউনিয়নের জিংলাতুলি গ্রামের আব্দুস সালামের পুত্র রুবেল মিয়া এবং গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের আবু মিয়ার পুত্র মামুন মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে গৌরীপুর বাজারে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কার্টুন বিদেশী বিয়ার আটক করে পুলিশ। পরে চালকের দেয়া তথ্যমতে উপজেলার জিংলাতলী  ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লার মালিকানাধীন রায়পুর আরডিবি মৎস্য প্রকল্পের গোডাউন থেকে বাকি ১৫ কার্টুন বিদেশী বিয়ার উদ্ধার করে এবং গোডাউনের নিরাপত্তা কর্মী রুবেলকে আটক করে। পুলিশ রুবেলকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে বলেন, প্রথমে প্রাইভেট কার দিয়ে গোডাউন থেকে ২০ কার্টুন বিয়ার তিতাসে পাঠানো হলে গৌরীপুর ফাঁড়ি পুলিশ আটক করে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া জানান,আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা করে কোর্টে চালান করা হয়েছে এবং এর পেছনে যে সিন্ডিকেট জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন মোল্লার মুঠোফোন ফোন করলে তিনি জানান, প্রকৃত পক্ষে ওই গোডাউনের মালিক আমি নই বতমানে ওই গোডাউনটি রায়পুর আরডিবি মৎস্য প্রকল্প লিমিটেডের মালিক কামাল,সেলিম সহ আরো অনেকেই রয়েছে ।

basic-bank

Be the first to comment on "দাউদকান্দিতে বিপুল পরিমান বিদেশী বিয়ারসহ গ্রেফতার ২"

Leave a comment

Your email address will not be published.


*