শিরোনাম

নৌকার মাঝি হতে চায় লোহাগড়ার তিন নারী

নৌকার মাঝি হতে চায় লোহাগড়ার তিন নারী

 নিউজ ডেস্ক ॥ আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে নড়াইলের লোহাগড়ার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন নারী প্রার্থী নৌকার মাঝি হতে চায়। তারা হলেন উপজেলার দিঘলিয়া ইউনিয়নে নীনা ইয়াসমিন, লোহাগড়া ইউনিয়নে নাজমিন খন্দকার ও ইতনা ইউনিয়নে মাহফুজা হক । নীনা ইয়াসমিন উপ-নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করছেন ।
মূলত ওই তিনজন নারী প্রার্থীর স্বামীরা আগে চেয়ারম্যান ছিলেন । দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারী লোহাগড়া উপজেলা চত্ত্বরে একদল দুর্বৃত্তের হাতে নিহত হন । পরে ১৫ মে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে নিহতের স্ত্রী নীনা ইয়াসমিন নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন । ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারী লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার একদল দুর্বৃত্তের হাতে নিহত হয় । স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী নাজমিন খন্দকার জনসেবায় এগিয়ে আসেন । ইতনা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান টগর গত ২২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । স্বামীর মৃত্যুতে তার স্ত্রী মাহফুজা হক রাজনীতির মাঠে নেমেছেন  মাহফুজা হক নড়াইল জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য । নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতিক দিলে তিনজন নারী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নারীর ক্ষমতায়ন ও অধিকার সমুন্নত রাখবেন বলে জানান ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নৌকার মাঝি হতে চায় লোহাগড়ার তিন নারী"

Leave a comment

Your email address will not be published.


*