শিরোনাম

নড়াইলে কিশোর নির্যাতন ॥ চেয়ারম্যানের নামে মামলা

নড়াইলে কিশোর নির্যাতন ॥ চেয়ারম্যানের নামে মামলা

নিউজ ডেস্ক ॥ নড়াইলের কালিয়ায় রাজু চৌধুরী (১৪) নামের এক কিশোরকে শুপারি চোর সন্দেহে আটক করা হয়। এর পর উপজেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান শাহ মো.ফোরকান মোল্যা তাকে চড়-থাপ্পড় ও লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভাইরাল হয়েছে। রোববার (৯ মে) ওই কিশোরের নির্যাতন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। রাজু উপজেলার পদ্মবিলা গ্রামের কাইযুম চৌধুরীর ছেলে। ওই ঘটনায় রাজুর পিতা বাদী হয়ে সোমবার (১০ মে) রাতে নড়াগাতি থানায় চেয়ারম্যান ফোরকান মোল্যাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চেয়ারম্যানসহ নির্যাতনকারিরা পলাতক রয়েছে।
পুলিশ জানায়,উপজেলার নড়াগাতী থানার পদ্মবিলা গ্রামের রাজু পাশের গ্রাম মধুপুর মহাশশ্মানের পাশদিয়ে তার পাশের গ্রাম জলাডাঙ্গায় তার আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় চেয়ারম্যানের লোক রাজুকে শুপারি চোর বলে আটক করে।পরে বাঐসোনা ইউপির চেয়ারম্যান ফোরকান মোল্যা ঘটনাস্থলে এসে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। ওই ঘটনার ধারণ করা ভিডিওটি চেয়ারম্যান ফোরকান মোল্যার নামের একটি ফেসবুক আইডিতে রোববার (৯মে) ছড়িয়ে পড়লে প্রশাসনসহ এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। সোমবার(১০মে)রাতে রাজুর বাবা বাদি হয়ে ফোরকান মোল্যা ও তার চাচাতো ভাই শাহীন মোল্যার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১ একজনকে আসামী করে মামলা দায়ের করেন। চোর সন্দেহে নির্যাতনের ভিডিওর বিষয়ে সরেজমিনে উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৩-৪ মাস আগে ওই গ্রামের বাসিন্দারা পদ্মবিলা গ্রামের কিশোর রাজুর ওপর ওই আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান অমানবিক শারীরিক নির্যাতন করে।

বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো.ফোরকান মোল্যা বলেন,‘শুপারি চোর ধরার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আটক চোরকে লোক দেখানো চড়-থাপ্পড় দিয়ে জনরোষ ও গনধোলাই থেকে রক্ষা করি। সেটিকে কেবা কারা গোপনে ভিডিও ধারণ করে আমার রাজনৈতিক ও পারিবারিক সুনাম নষ্ট করতে ফেক আইডি খুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে।’
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন,‘চোর সন্দেহে কিশোর নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফোরকান মোল্যাসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে কিশোর নির্যাতন ॥ চেয়ারম্যানের নামে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*