শিরোনাম

নড়াইলে মুক্তিযোদ্ধাদের নামফলক উদ্বোধন

নড়াইলে মুক্তিযোদ্ধাদের নামফলক উদ্বোধন

নিউজ ডেস্ক ॥ নড়াইলে মুক্তিযোদ্ধাদের নামফলক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে চাঁচড়া বাস স্ট্যান্ডের পাশে নাম ফলক উদ্বোধনসহ কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁচড়া ক্যাম্পের অধীনে মুক্তিযোদ্ধা ও সহযোদ্ধাদের নামের তালিকা এখানে লেখা হয়েছে।
গাবতলা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লু বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৯৭১ এর যুদ্ধকালীন কমান্ডার ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এসএ মতিন, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সহযোদ্ধা ও নামফলক কমিটির আহবায়ক রোকন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ খালিদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে বৃহত্তর যশোর অঞ্চলের অধীনে চাঁচড়া ক্যাম্পে দেশের বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। এখান থেকে বিভিন্ন এলাকায় পাকবাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে মুক্তিযোদ্ধাদের নামফলক উদ্বোধন"

Leave a comment

Your email address will not be published.


*