শিরোনাম

পপিকে সরিয়ে আমেরিকান ড্রিমসের নায়িকা সূচনা

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পপি এক চলচ্চিত্র থেকে বেশ দূরেই আছেন। তবে চলচ্চিত্রে পপিকে নিয়মিত না দেখা গেলেও নাটক-টেলিফিল্মে কালেভাদ্র দেখা মেলে। লম্বা বিরতির পর আবারো পর্দায় ফেরার কথা ছিল একসময়ের জনপ্রিয় নায়িকা পপির।

এম জসীম উদ্দিনের পরিচালনায় ‘দি আমেরিকান ড্রিম’ নামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তার বিপরীতে অভিনয়ের জন্য ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছিলেন সাইমন সাদিক। গেল ৯ মার্চ ছবিটির শুটিংও শুরু হয়েছে। শুটিং শুরু হলেও এখন পর্যন্ত পপিকে এই ছবির ক্যামেরার সামনে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ‘দি আমেরিকান ড্রিম’-এর ক্যামেরার সামনে পপি নয়, অন্য কাউকে দেখতে পাবে দর্শক। কারণ পপিকে বাদ দেয়া হয়েছে। পপির পরিবর্তে ছবিটিতে যোগ দিয়েছেন নবাগত নায়িকা সূচনা আজাদ।

এ প্রসঙ্গে নির্মাতা জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ও আমেরিকাতে শুটিং হবে ‘দি আমেরিকান ড্রিম’-এর। সেভাবেই পপিকে চুক্তিবদ্ধ করেছিলাম। দু’দেশেই পপির সিডিউল নেয়া হয়েছিল। কিন্তু কাজ শুরুর আগে পপির সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন না। এমনকি তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায় না।

নির্মাতা আরো বলেন, ‘আমাদের আমেরিকাতে যাওয়ার সময়ও হয়ে আসছে। তাই বলতে পারেন বাধ্য হয়েই পপিকে বাদ দিতে হলো। পপির পরিবর্তে সূচনা আজাদ নামে নতুন একজন নায়িকা নিয়েছি। এরইমধ্যে সূচনাকে নিয়ে শুটিংও শুরু করেছি। বাংলাদেশের কাজ কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করছি। আর সূচনা সম্বন্ধে এক কথায় কলবো নতুন হিসেবে যথেষ্ঠ ভাল অভিনয় করছে।’

সূচনা আজাদ বলেন, ‘এটা আমার প্রথম ছবি হতে যাচ্ছে। এর আগে আমি র্যাম্প এবং বিজ্ঞাপনে কাজ করেছি। কাজের মধ্যে নিজেকে শতভাগ মেলে ধরার চেষ্টা করছি। কতোটুকু পারছি সেটা এখনি বলতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভাল কিছু করতে পারি।’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পপিকে সরিয়ে আমেরিকান ড্রিমসের নায়িকা সূচনা"

Leave a comment

Your email address will not be published.


*