নিউজ ডেস্ক : পরকীয়ার কারনে কেশবপুরের মির্জানগর গ্রামে রবিবার রাতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রেমিকার স্বামী বিল্লাল হোসেন বাড়িতে ডেকে নিয়ে স্ত্রীর প্রেমিককে হত্যা করে। নিহত যুবকের নাম সুমন ওরপে সুনু (৩০)। সে উপজেলার কুশলদিয়া গ্রামের গোপাল গাজীর পুত্র। এ ঘটনায় পুলিশ প্রেমিকা তানিয়াকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, মির্জানগর গ্রামের আব্দুল হামিম সরদারের ছেলে বিল্লান হোসেন এবং পার্শবর্তী কুশলদিয়া গ্রামের গোপাল গাজীর ছেলে সুমন কেশবপুর মাছ বাজারে শ্রমিকের কাজ করে। এক জায়গায় কাজ করার সুদাবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। বন্ধু হিসেবে সুমন বিল্লালের বাড়ি আসা-যাওয়া করতে করতে বিল্লালের স্ত্রী তানিয়ার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। রবিবার রাত নয়টার দিকে বিল্লাল তার স্ত্রী তানিয়াকে দিয়ে মোবাইল করে সুমকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর বিল্লাল বাড়ির পাশে নিয়ে সুমনকে পিটিয়ে হত্যা করে। সুমনের চোখ, মুখ, মাথা ও গোপন অঙ্গ ক্ষতবিক্ষত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে থানার পুলিশ রাতেই লাশ উদ্ধার ও বিল্লালের স্ত্রী তানিয়াকে গ্রেফতার করে। ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, পরকীয়ার কারনেই সুমনকে হত্যা করা হয়েছে। সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরন করা হয়েছে। নিহতে ভাই মঙ্গল গাজী বাদি হয়ে সোমবার কেশবপুর থানায় মামলা (নং-২১) দায়ের করেছেন। তবে বিল্লালকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারিনি।

Be the first to comment on "পরকীয়ার কারণে প্রাণ হারাল যুবক"