নিজস্ব প্রতিবেদক : এতদিন হলিউড কিংবা বলিউড তারকাদের বিলাসবহুল গাড়ির কথা আমরা শুনেছি। তবে ঢাকাই ছবির তারকারাও এক্ষেত্রে পিছিয়ে নেই। সম্প্রতি কোটি টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি কিনেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি নিজের ফেসবুক ফ্যান পেইজে একটি বিএমডব্লিউ গাড়ির ছবি আপলোড করেন পরীমনি। কালো রঙের এ গাড়িটির বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানা গিয়েছে। গাড়ি প্রসঙ্গে পরীমনি জানান, এটা তার নতুন বিএমডব্লিউ গাড়ি। কালো রঙ তার পছন্দ। এ কারণে গাড়ির রঙটিও কালো। বিলাসবহুল আর আকাশ ছোঁয়া দামের কারণে পৃথিবী জুড়েই ল্যান্ড রোভার, জাগুয়ার, মার্সিডিজ কিংবা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ির খ্যাতি রয়েছে। উল্লেখ্য, পরীমনি বর্তমানে ‘রক্ত’ শিরোনামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবিতে তাকে নতুন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরীমনির কোটি টাকার গাড়ি

Be the first to comment on "পরীমনির কোটি টাকার গাড়ি"