শিরোনাম

পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবির (৫) ও তানিজ (৪) নামে খালাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবির কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার এ্যাডভোকেট আল আমিনের ছেলে এবং তানিজ শহরের খরমপট্টি এলাকার খোকন মিয়ার ছেলে। সোমবার দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামের নানা বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দু’দিন আগে আবির ও তানিজ নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে তারা বাড়ির পাশে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবল পুকুরের পানিতে পড়ে গেলে দু’জনেই ফুটবল আনতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুদের মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ইনচার্জ জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*