শিরোনাম

ফুটন্ত তেলে ধ্যানমগ্ন সন্ন্যাসী!

নিউজ ডেস্ক : ফুটন্ত তেলের কড়াই। তার ভেতর গেড়ুয়া রং এর কাপড় পড়া এক সন্যাসী। কড়াইয়ের নীচে জ্বলছে গনগনে আগুন।এতকিছুর পরেও নির্লিপ্ত ভাবে মনোযোগ সহকারে ধ্যান করে চলেছেন ওই বৌদ্ধ সন্ন্যাসী। সম্প্রতি এইরকমই একটি ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল ভিডিওটি। থাইল্যান্ডের কোনো এক মন্দিরের ঘটনা এটি। তবে ভিডিওটি ঠিক কোন মন্দিরের ধারণ করা হয়েছে তা জানা যায়নি। জানা যায়নি ফুটন্ত তেলের উপর ধ্যানমগ্ন সন্ন্যাসীর পরিচয়ও। এদিকে বিস্ময়কর এই ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে অনেক জায়গায়। কেউ এই ঘটনাটিকে বলছেন এক ধরনের প্রতারণা। সরল বিশ্বাসের মানুষের মনে জায়গা করে নিতে ওই সন্যাসী নিশ্চয় কোনো কৌশলের আশ্রয় নিয়েছেন।
কিন্তু সঠিক ভাবে কোনো কৌশলের আলাতম নির্দেশ করতে পারেননি সমালোচকরা। তবে তাদের যুক্তি, তেল ঢালার আগে পাত্রে কিছু লতাপাতা এবং ওষুধ দেওয়া হয়েছে। যার কারণে ওই ফুটন্ত তেলের তাপ অনেকটা কমে গিয়েছে। তাছাড়া ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে না পাত্রটির তেল আদৌ ফুটন্ত কিনা।

basic-bank

Be the first to comment on "ফুটন্ত তেলে ধ্যানমগ্ন সন্ন্যাসী!"

Leave a comment

Your email address will not be published.


*