নিউজ ডেস্ক : ফুলগাজীর জিএমহাটে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে যু্বলীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে ফুলগাজী থানা পুলিশ পূর্ব বশিকপুর গ্রাম থেকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রনি (৩২) ও একই গ্রামের কাদের মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে।
ফুলগাজী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, তারা দু’জনই নিহত সাথীর সাবেক স্বামী শাহাদাত হোসেন রিমনের বন্ধু। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সকালে সাথীর মা হোসনে আরা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা ৯ থেকে ১০ জনকে আসামী করে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন।
এর আগে ফুলগাজীর জিএমহাটে বিবি ফাতেমা সাথী (২৬) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে কুপিয়ে ও তার ৬ বছরের মেয়ে ইশরাত জাহান ইশমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গতকাল বুধবার রাত ৮টার দিকে জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামের মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে। সাথী ওই বাড়ির মনির আহাম্মদ মনিরের মেয়ে। লাশের ময়না তদন্তশেষে বৃহস্পতিবার সাথীর মা হোসনে আরার কাছে হস্তান্তর করা হয়।
ফুলগাজী থানার ওসি এম এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এদিকে নিহতের পরিবার হত্যাকাণ্ডের জন্য নিহত সাথীর পূর্বের স্বামী শাহাদাত হোসেন রিমন ও তার সহযোগীদের দায়ি করেছে। রিমন ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রাণীরহাট ভূঞা বাড়ির আব্দুল লতিফের ছেলে।
দুই মাস পূর্বে সাথী ও রিমনের বিবাহ বিচ্ছেদ ঘটে। রিমন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ১০টির অধিক মামলা রয়েছে। ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার গতকাল বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Be the first to comment on "ফুলগাজীতে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২"