নিজস্ব প্রতিবেদক : বিচারকদের কোনো ধরণের ব্যর্থতা থাকলেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রবিবার সকালে সাব-রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। নিম্ন (বিচারিক) আদালতে একজনের অপরাধের দায়ে অন্য ব্যক্তিকে অর্থাৎ জবেদ আলীকে ১৩ বছর এবং ভুল আইনে বিচার করায় আবদুল জলিলকে ১৪ বছর কারাভোগ করতে হয়েছে। পরে ভুল বিচারের মুখোমুখি করে জেল খাটানোর দায়ে তাদেরকে সরকারের পক্ষ থেকে অর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ রায় দেন। আদালতের দেয়া এমন রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন আইনমন্ত্রী।
বিচারকদের ব্যর্থতা থাকলেও ব্যবস্থা : আইনমন্ত্রী

Be the first to comment on "বিচারকদের ব্যর্থতা থাকলেও ব্যবস্থা : আইনমন্ত্রী"