বিনোদন ডেস্ক: হলিউডের পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স নানান বিতর্কের জন্ম দিয়ে সময়ে অসময়ে সংবাদের শিরোনাম হয়েছেন। এবার আবারো শিরোনামে ব্রিটনি। এবারের কারণ, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তার ভক্তরাই।
সম্প্রতি নিজের টুইটার একাউন্টে একটি সুইমিং পুলের পাশে শুয়ে থাকা অবস্থায় বিকিনি পড়া একটি ছবি প্রকাশ করেন ব্রিটনি। ছবিটিতে ব্রিটনির কোমর এতোটাই সরু দেখাচ্ছিলো যে পিঠের নিচের অংশ দিয়ে পুলের পানি দেখা যাচ্ছিলো।
আর এতেই বেজায় চটেছেন তার ভক্তরা। তারা বলছেন এটা ফটোশপের কারসাজি। নিজেকে আকর্ষনীয় করে উপস্থাপন করতে এই প্রতারণার আশ্রয় নিয়েছেন ব্রিটনি!
তবে ভক্তদের বিশ্বাস করার অনুরোধ জানিয়ে ব্রিটনি বলেন, ‘ছবিটি সত্যিই ছিলো। এটি কোনো ফটোশপ নয়।’
সে যাই হোক, এই অভিযোগ দেখে বলাই যেতে পারে- যেমন পাগল বিট্রনি, তেমনি সেয়ানা তারা ভক্তকুল।
Be the first to comment on "ব্রিটনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ"